বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকা সহ নিখোঁজ-১; আহত-২

বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকা সহ নিখোঁজ-১; আহত-২


এম অহিদুজ্জামান ডিউক ,প্রতিনিধি বাউফলঃ ঢাকা সদরঘাট থেকে পায়রা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি এ্যাডভেঞ্চার-১১ দোতলা লঞ্চের ধাক্কায় বাউফলের তেঁতুলিয়া নদীর বাদামতলী এলাকায় মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে। ওই ঘটনায় তিন ইলিশ জেলের দুইজন আহত অবস্থায় তীর উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত পৌনে একটার দিকে ওই ঘটনা ঘটেছে। আহতদের প্রাথমিক চিকিৎস্যা দেয়া হয়েছে। নৌকায় থাকা জেলে রাসেল চৌকিদার (২৭) জানায়, রাত পৌনে একটার দিকে ইলিশ জাল ফেলে নৌকাটি নঙ্গর করে বসে ছিলাম। ঢাকা থেকে আসা লঞ্চটি বাদামতলী নদী মোহনার মোর ঘোরার সময় লঞ্চের পিছনের অংশের সঙ্গে আমাদের নৌকার সজোরে আঘাত লাগে। এসময় আমার সাথে থাকা জসিম (২৫) ও মনির (৩৩) লাফিয়ে নদীতে পরি। মুহুর্তেই নৌকাটা ভেঙ্গে পানির অতল গভীরে হারিয়ে যায়। ওই সময়ে আমি এবং জসিম সাঁতার কেটে নদী তীরে উঠতে পারলেও মনিরের কোন সন্ধান পাইনি। তার গায়ে থাকা কম্বলটি পাওয়া গেছে। দূর্ঘটনার সাথে সাথেই লঞ্চটি দ্রত বেগে পায়রা বন্দরের দিকে চলে যায়। নিখোঁজ রাসেল উপজেলার কেশবপুর ইউপির বাদামতলী গ্রামের মৃত সত্তার মৃধার পুত্র। সাব্বির হোসেন নামে তার ৭ বছরের একটি পুত্র ও কুলসুম আক্তার নামে ৪ বছরের একটি কন্যা রয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত (রবিবার বিকাল সারে চারটা) নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।